
তারার আলো খবর:- তারাগঞ্জ উপজেলায় সহিংসতা, বাল্য বিয়ে ও জোড়পুর্বক বিয়ের শিকার নারী ও মেয়েদের আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে সম্পৃক্তকরন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
পল্লীশ্রী স্পেসেস প্রকল্প বালুবাড়ি দিনাজপুরের আয়োজন ও অক্সফার্ম কানাডার সহযোগিতায় রবিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে আলোচনা তুলে ধরেন পল্লীশ্রী স্পেসেস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক, প্রজেক্ট অফিসার লাজিনা আক্তার, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিস সহকারি এস এম রানা প্রমুখ। উপজেলার ৪টি ইউনিয়নের ২০ জন কিশোরী উক্ত ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন।