
তারার আলো খবর: দেশের মানুষকে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সরকারের নানা ধরনের উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন উদ্যোগ জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। এ লক্ষ্যে শনিবার (৭ আগষ্ট) সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কোভিড ভ্যাকসিন টিকা প্রদান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসুচীর অংশ হিসেবে তারাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত সময় নিধারণ করা হলেও এ কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত টিকা দানকেন্দ্র গুলোতে টিকা প্রদান করা হয়েছে।

কেন্দ্র গুলো হলো উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ সরকারী মডেল প্রাথমি বিদ্যালয়, আলমপুর ইউনিয়নের চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকরচালি ইউনিয়নের জগদিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজ মাঠ। টিকাদান কেন্দ্রের প্রত্যেকটিতে বয়স্ক, প্রতিবন্ধী ও মহিলাদের জন্য আলাদা আলাদা তিনটি বুথ খোলা ছিল। টিকাদান কার্যক্রমের তদারকির দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা। এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহার বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলার পাঁচ ইউনিয়নের প্রত্যেকটিতে ছয়শত করে মোট তিন হাজার নারী-পুরুষকে আজ প্রথমদিন টিকা প্রদান করা হয়েছে।