
দিপক রায় :
সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জেও বই উৎসব পালিত হয়েছে। রবিবার ইংরেজী নতুন বছরের প্রথম দিনে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎব পালন করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়োজনে উপজেলার তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখেরচক কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ কামিল কামিল মাদ্রাসা, তারাগঞ্জ ও/এ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। ইউএনও মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম প্রমুখ।