তারার আলো খবর:
রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বড় দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জনা বেগম (৪৫) ওই গ্রামের মতলেবের স্ত্রী।
জানাগেছে, দুপুরে গরুকে খড় দেয়ার জন্য খড়ের স্তুবে অঞ্জনা বেগম গেলে সেই খড়ের স্তুবের ওপর দিয়ে পুকুর পাড়ের বিদ্যুতের সংযোগ ছিলো তা লক্ষ্য করেনি। সেই খড় নিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি।
এসময় গ্রামের লোকজন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অঞ্জনা বেগমকে মৃত ঘোষনা করেন।
তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।