তারাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তারার আলো খবর : খুলনা জেলার রূপসা থানাধীন শিয়ালী গ্রামসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বসবাসরত সংখ্যালঘু সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচার দাবী করে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চৌপথী বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিশিন সরকার। আরো বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের উপদেষ্টা সদস্য উত্তম কুমার রায়, অসীম কুমার রায়, রংপুর জেলা ছাত্র মহাজোটের সহ-সভাপতি প্রাণনাথ রায়, সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায়, যুগ্ম সম্পাদক সুশান্ত রায় শান্ত, রংপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থসারথী রায়, তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সঞ্জিত সেন ও প্রবীর কুমার প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের তারাগঞ্জ উপজেলা সভাপতি চিরঞ্জিত রায় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়।