তারাগঞ্জে মোটরসাইকেল চোররা আবার মাথা চারা দিয়ে উঠেছে

তারার আলো খবর: তারাগঞ্জে মোটরসাইকেল চোররা আবার মাথা চারা দিয়ে উঠেছে। এবার অভিনব কৌশল অবলম্বন করে দুই দিনে তিনটি মোটসাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে। গত মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর ও বিষ্ণুপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে।
বিলম্বে প্রাপ্ত এক খবরে জানা গেছে, গত বুধবার রাতে বিষ্ণুপুর গ্রামের ডিকন খান দুটি মোটরসাইকেল একটি ঘরে রেখে পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। চোরেরদল শয়ন ঘরের জানালা দিয়ে অভিনব কৌশলে চেতনানাশক ওষুধ স্প্রে করে পরে তালা কেটে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরের দিন গত বৃহস্পতিবার সকালে বাড়িতে কাজ করতে আসা লোকজন ডাকাডাকি করে ডিকন খান ও তাঁর পরিবারের লোকদের ঘুম থেকে ডেকে তুললে তারা দেখতে পায় তাদের মোটরসাইকেল দুটি চুরি হয়েছে।
এর আগের রাত অর্থাৎ গত মঙ্গলবার পাশের অনন্তপুর গ্রামের ইমরান হোসেন মুনের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, ‘চুরি যাওয়ার বিষয়ে ভুক্তভোগীরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। চোর সনাক্ত করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করার চেষ্টা চলছে।
উল্লেখ্য এখন থেকে প্রায় এক বছর আগে তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বর,তারাগঞ্জ সদর বাজার,পুরাতন চৌপথী,তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর সহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এরপর বেশ কিছুদিন থেমে থেকে মোটরসাইকেল চোরের দল আবার মাথা চারা দিয়ে উঠেছে। দুইরাতে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকরা চোর আতঙ্কে রাত কাটাচ্ছে।