রংপুরস্থানীয়

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

তারার আলো খবর : যথাযোগ্য মর্যাদায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর

রহমান লিটন, ইউএনও আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা

ইয়াসমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বাবুলসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীরা। তারাগঞ্জ প্রেসক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন সভাপতি খবির উদ্দিন, প্রবীর কুমার কাঞ্চন, আলমগীর হোসেন লেবু, দিপক রায়, বাদল রানা প্রমুখ। এছাড়াও আরও পুষ্পস্তবক অর্পণ করেন গ্রামীণ ব্যাংক তারাগঞ্জ এরিয়া অফিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button