
তারার আলো খবর:-
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ৮টায় স্থানীয় তারাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজেন এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশানার (ভূমি) ইলোরা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়োজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন প্রমুখ।