
তারার আলো খবর:-
তারাগঞ্জে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রিয়ালাইজ প্রজেক্ট এর বাস্তবায়নে ও বিএমজেড জার্মানি ও নেটজ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোছা: আন্জুমান আরা বেগমের সভাপতিত্বে সভায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের রিয়ালাইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আলমগীর কবির।
অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাসরিন বেগম, উপজেলা জাগরণী চক্র ফাউন্ডেশনের তারাগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার আসাদুজ্জমান আসাদ প্রমুখ।
সভায় জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত ফরমাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও প্রধান শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।