তারার আলো খবর;
তারাগঞ্জে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সনাতন ধর্মালম্বীদের নিজ নিজ বাসা-বাড়িতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ২টা পর্যন্ত উপজেলা তারাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, তারাগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ, তারাগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ বরাতী উচ্চ বিদ্যালয়,
তারাগঞ্জ শিশু নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, সনাতন ধর্মের শিক্ষার্থীরা জ্ঞানের দেবী সরস্বতীর চরণে মন্ত্র পড়ে পুস্পার্ঘ্য অর্পন করেন।
এছাড়া উপজেলার প্রতিটি সনাতন ধর্মালম্বীদের বাড়িতেও সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।