তারার আলো খবর:
রংপুরের তারাগঞ্জে উপজেলায় পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় স্থানীয় তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ মাঠে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
ওইদিন বিকালে অতিথিরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।