
তারার আলো খবর :
রংপুরের তারাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন,
উপজেলা আওয়ামলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার প্রমুখ।