
তারার আলো খবর:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানের নেংটিছেড়া ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর থেকে রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স তারাগঞ্জ হাট থেকে খিয়ারজুম্মা ফেরার পথে অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়। এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার শেরমোস্ত বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী(৪৮) শেরমোস্ত বাঙালিপুর গ্রামের হাবিবুল্লাহ(৪৫) একই গ্রামের মাহির(৪২) সৈয়দপুর উপজেলার হাতিখানা গ্রামের মোহাম্মদ আলী(৫৫)এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য হমপ্লেক্সে নেওয়ার পথে খাদেমুল ইসলাম(৪০) মারা যান।
আহতরা হলেন অটোচালক শহীর(৪০) ও হাসপাতালে নেওয়ার পথে নিহত খাদেমুল ইসলামের ৮ বছরের ছেলেকে তারাগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান ও তারাগঞ্জ হাইওয়ে থানা ওসি মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে পুুিলশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।