তারাগঞ্জে স্বাধীনতার নাটক অনুষ্ঠিত

তারার আলো খবর :
রংপুরের তারাগঞ্জে ৭ দিন ব্যাপী আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রতিদিনই চলছে নানান আয়োজন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় একেকদিন একেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমে উঠেছে এই মেলা প্রাঙ্গন।
তারই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) ৬ষ্ঠ দিনের আয়োজনে ছিল স্বাধীনতা যুদ্ধ বিষয়ক নাটক। স্কাউট সদস্যদের অংশগ্রহণে নাটকটি অনুষ্ঠিত হয় বিকেল ৪ টায়।
এসময় নাটক উপভোগ করতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন,
বিআরডিবি কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মাহামুদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন প্রমুখ।