তারাগঞ্জে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পণ

তারার আলো খবর :
একত্রিশবার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের শুভ সূচনা করা হয় রংপুরের তারাগঞ্জ উপজেলায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে শনিবার (২৬ মার্চ) প্রত্যুষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ পুস্পস্তবক অর্পণ করা হয়।
ভোর ৬টায় পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা জাসদ, তারাগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
পুস্পস্তবক অর্পণ করতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও মোঃ রাসেল মিয়া, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন, ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন প্রমুখ।