তারাগঞ্জে ১৩ নমুনা পরীক্ষায় আক্রান্ত নেই কেউ,উপসর্গধারী ১ জনের মৃত্য

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ বুধবার (৪ আগস্ট)
করোনা উপসর্গধারী ১৩ জনের নমুনা পরীক্ষা করা হলেও কেউই করোনা আক্রান্ত
হয়নি বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলায় করোনা উপসর্গারী
১৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হলেও রিপোর্টে অনুযায়ী কেউই
করোনা আক্রান্ত হয়নি। তবে ইকরচালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতাউর
রহমানের লিংকনের চাচা ও বামনদীঘি গ্রামের বিশিষ্ট মৎস্য চাষী মাহবুবার রহমান
বজু মিয়া (৫৬) করোনা উপসর্গ নিয়ে আজ মারা গেলেও তার নমুনা পরীক্ষায়
করোনা ভাইরাস সনাক্ত হয়নি।
উপজেলা স্বাস্থ্য দপ্তর আরো জানায়, এপর্যন্ত তারাগঞ্জ উপজেলায় সর্বমোট ১২৬৯
জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১৮৮ জন।
এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৪৫ জন এবং বর্তমানে চিকিৎসাধীন
রয়েছে ৪৫ জন। এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫
জনের।
এখন পর্যন্ত উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১
জন, ২নং কুর্শা ইউনিয়নে ১১৬ জন, ৩নং ইকরচালীতে ৩৮ জন, ৪নং
হাড়িয়ারকুঠিতে ১৩ জন এবং ৫নং সয়ার ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে
১০ জনে।