রংপুরস্থানীয়

তারাগঞ্জে ৪টি মোটরসাইকেলসহ ২ চোর আটক

তারার আলো খবর:

রংপুরের তারাগঞ্জে ৪টি মোটরসাইকেল সহ ২ চোরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে ইকরচালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোহাকুল ইসলামের নেতৃত্বে এএসআই সাইফুল, জিয়াউর ও রায়হানসহ সঙ্গীয় ফোর্সসহ তারাগঞ্জ থানার ইকরচালী ইউনিয়নে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইকরচালী বাজার থেকে মাঝেরহাট যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের সামনে ৪টি মোটরসাইকেলসহ কয়েকজনকে সন্দেহজনক ভাবে দেখতে পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে।

এসময় মোটরসাইকেল রেখে ২জন পালিয়ে গেলে অপর দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো ইকরচালী ইউনিয়নের দক্ষিণ দোহাজারী গ্রামের মৃত সহিরউদ্দিনের পুত্র হাছান আলী (২৫) ও দোহাজারী কাপুড়িয়া পাড়া গ্রামের মোঃ হবিবর রহমানের পুত্র আরিফুল ইসলাম (২৩)।

মোটরসাইকেল ৪টির মধ্যে ১টি ১২৫ সিসির বাজাজ ডিসকভার, ১০০ সিসির ২টি বাজাজ ডিসকভার ও ১০০ সিসির ১টি বাজাজ প্লাটিনা।

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মোটরসাইকেলগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল ওই চোরেরা।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ২জন পালিয়ে গেলেও অপর দুজনকে আটক করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button