
তারাগঞ্জ প্রতিনিধি :
নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গীবাদ, আত্মহত্যা, গুজব, ইভটিজিং প্রতিরোধে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের তারাগঞ্জ থানার কুর্শা বিট পুলিশের আয়োজনে উপজেলার তারাগঞ্জ কারিগরি ও বিএম কলেজের হলরুমে সোমবার দুপুরে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। তারাগঞ্জ কারিগরি ও বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার এসআই হাফিজ আকন্দ ও এসআই হুমায়ুন কবীর।
এসআই তোহাকুল ইসলাম তোহার সঞ্চালনায় ও এএসআই শাহান শাহর সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পক্ষে মতামত প্রকাশ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মুরাদ হোসেন, একাদশ শ্রেণীর শিক্ষার্থী মিথি সেন ও বৈশাখী আক্তার প্রমুখ।