
ছবি:- মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (১২)
তারার আলো খবর:-
গত ১৬/১০/২০২১ ইং তারিখে সকাল আনুমানিক ১০টার দিকে সুফ্ফা মাদ্রাসা শিয়ালডাঙ্গা, তারাগঞ্জ বাজার সংলগ্ন তারাগঞ্জ, রংপুর থেকে একটি ছেলে হারিয়ে যায়।
ছেলেটির নাম: মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (১২) পিতা নাম- মো. আ: মজিদ, মাতার নাম- নুরবানু বেগম, গ্রাম- মুশরুত পানিয়ালপুকুর, থানা কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী। ছেলেটি ৪ ফিট ৫ ইঞ্চি লম্বা, চুল কালো ও ছোট। গায়ের রং শ্যামলা হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল সাদা পায়জামা, পাঞ্জাবী ও টুপি।
তারাগঞ্জ থানা জিডি নম্বর- ১১৩৫, তারিখ- ১৮/১০/২০২১ ইং।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির খোজ পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
মাওলানা মোঃ ঈসারুল্লাহ্
সুফ্ফা মাদ্রাসা শিয়ালডাঙ্গা
তারাগঞ্জ, রংপুর।
মোবাইল:- ০১৭২৩১১১২৯২