কুড়িগ্রাম

তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত-স্রোতে ডুবে কৃষক নিখোঁজ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
ভারি বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে চর ও দ্বীপচরগুলো প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার বজরা, থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের প্রায় ৬ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

দলদলিয়া ইউনিয়নের কর্পূরা বসুনিয়া পাড়ার একটি কাঁচা রাস্তা ভেঙে সরদার পাড়া, রেডক্রোস ও লাল মসজিদ এলাকায় পানি ঢুকে নতুন নতুন ঘর-বাড়ি প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের রবি শস্য সহ কয়েকশ হেক্টর আমন ক্ষেত তলিয়ে গেছে।

এদিকে, গত বুধবার দুপুরে তিস্তার তীব্র স্রোতে ডুবে বদিউজ্জামান (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। রংপুরের দুই সদস্যর একটি ডুবুরী দল নিখোঁজ কৃষককে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যান।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সূবল চন্দ্র সরকার বলেন, আগামী ২-১দিন রংপুর বিভাগের দু-একটি জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে পানি বাড়ার সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button