থাকছে না মাস্কের বাধ্যবাদকতা,আজ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছে পবিত্র মক্কা-মদিনা

তারার আলো অনলাইন ডেস্ক :- মহামারি করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় ও বিশ্বের প্রায় সব দেশে কয়েক শত কোটি মানুষ টিকা পাওয়ায়, এবার মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরছে। আজ রবিবার থেকে পুরোদমে চালু হবে মসজিদুল হারাম ও মসজিদে নববি।?
গত শুক্রবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। আরব নিউজ ও সৌদি গেজেটের খবরে জানা যায়, সৌদি আরবে আর মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না। করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার ১৮ মাস পর দেশটিতে সতর্কতামূলক ব্যবস্থার অবসান ঘটতে চলেছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশে করোনা মহামারির হার লক্ষণীয়ভাবে কমে আসায় এবং দেশটির বেশির ভাগ বাসিন্দা টিকা গ্রহণের কারণে রবিবার থেকে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। বাইরে উম্মুক্ত স্থানে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। তবে অফিস-আদালতে আবদ্ধ জায়গায় মাস্ক পরে থাকতে হবে। একই সঙ্গে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে মসজিদে প্রবেশে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
বিবৃতিতে জানানো হয়, পবিত্র দুই মসজিদে প্রবেশের আগে এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। তবে যারা এর মধ্যে করোনার দুটি ডোজ গ্রহণ করেছেন, কেবল তাদের জন্যই এ আদেশ প্রযোজ্য হবে। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়াই সব রেষ্টুরেন্ট, সিনেমা হলসহ বিভিন্ন সামাজিক সমাবেশের স্থান সম্পূর্ণ খুলে দেওয়া হবে। গণপরিবহনও নিরাপদ শারীরিক দূরত্ব রাখা ছাড়াই পুরোদমে চালু করার আহŸান জানানো হয়।
সৌদি আরবে গত বছরের মার্চ মাসে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। এরপর দেশটিতে লকডাইন দেওয়া হয় এবং মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি বন্ধ করে দেওয়া হয়।