কুড়িগ্রাম

দিশারী পাঠাগারের উদ্যোগে ইউএনও’র বিদায় ও মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী দিশারী পাঠাগারের উদ্যোগে সদর উপজেলা নিবার্হী অফিসার নিলুফা ইয়াছমিনের বিদায় ও পাঠাগারের পাঠকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিশারী পাঠাগার চত্বরে বুধবার বিকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি আব্দুল খালেক ফারুক।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবেদ আলী, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ ইসতিয়াক, মাহবুব আল হোসাইন, আইয়ুব আলী ব্যাপারী, আসাদুল হক ফিরোজ, স্কুল শিক্ষক শামীমা নাছরিন ও সফিকুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন শুদ্ধ শারাফ ও আতিকা বুশরা। সভায় সৃজনশীল বই পাঠ বৃদ্ধির উপর উপর গুরুত্বারোপ করে সমাজের সকল স্তরের মানুষকে পাঠাগার আন্দোলনে সম্পৃক্ত হবার আহবান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নিলুফা ইয়াছমিনকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button