দীর্ঘদিনেও গঙ্গাচড়ায় কার্পেটিং না হওয়ায় এ রাস্তায় চলাচলে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার,গঙ্গাচড়া (রংপুর):- দীর্ঘদিনেও কার্পেটিং না হওয়ার কারনে চলাচলে দুর্ভোগ লোকজনের।
রংপুরের গঙ্গাচড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর আওতাধীন জনগুরুত্ব বেতগাড়ী ইউনিয়নের জিয়ার মোড় হতে ডাংগীর বাজার মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ডব্লিউবিএম হওয়ার পর দেড় বছর পার হলেও আজও কার্পেটিং হয়নি।
ফলে ওই রাস্তা দিয়ে চলাচলে পথচারী লোকজনের দুর্ভোগ দেখা দিয়েছে। হেঁটে, সাইকেল কিংবা রিকসা-ভ্যানে চলাচল করাটাই কঠিন হয়ে দাড়িয়েছে। খানা-খন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার পাশের ইট -খোয়া সরে গিয়ে রাস্তা ভেঙ্গে পড়েছে। যেন রাস্তার কোন অস্তিত্ব নেই। রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজে বরাদ্দ ধলা হয়েছে ২ কোটি টাকা।
বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন বলেন, দেড় বছরের অধিক সময় ধরে এ রাস্তা এমন অবস্থায় পড়ে আছে।। ঠিকাদারের কোন খবর নেই।
স্থানীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারী এ রাস্তার কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ,গঙ্গাচড়া এর প্রকৌশলী মজিদুল হক বলেন, বরাদ্দ না থাকার কারনে কাজটি শেষ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।