রংপুর

দেশের উন্নয়নে সাংবাদিকদের অবদান রয়েছে-মোতাহার হোসেন মন্ডল মওলা

স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মোতাহার হোসেন মন্ডল মওলা বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের অবদান রয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন তথ্য সাংবাদিকরাই তাদের লেখনীর মাধ্যমে জনগণের মাঝে তুলে ধরে। বর্তমান সরকার সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে। মহামারী করোনায় সাংবাদিকরা জীবনবাজি নিয়ে কাজ করেছে। সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রণোদনা দিয়েছে। সাংবাদিকদেরও নিরাশ করা হয়নি। সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করলে দেশও দেশের মানুষ উপকৃত হয়। তিনি গত বৃহস্পতিবার রাতে রংপুর সিটি প্রেসক্লাব আয়োজিত নবাগত দুইজন সদস্যকে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রংপুর সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনি, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, কার্যকরী সদস্য উদয় চন্দ্র বর্মণ ও জাকির আহমদ প্রমুখ। পরে নবাগত সদস্য আরমানুল হক আরমান ( দি বাংলাদেশ নিউজ) ও হামিম আব্দুল্লাহকে ( দৈনিক মতপ্রকাশ) সদস্য পদ দিয়ে বরণ করা হয়। এসময় সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button