জাতীয়
‘দেশে অক্সিজেনের ঘাটতি নেই’
তারার আলো ডেস্কঃ বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের একজন মুখপাত্র রোবেদ আমিন বলছেন দেশে এখন যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করা হচ্ছে সে অনুপাতে চাহিদা এখনো তৈরি হয়নি।
”সে হিসেবে বলা যাবে না যে দেশে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছে,” তিনি বলেন।
“প্রতিদিন ১৯০টন তৈরি হচ্ছে অক্সিজেন। কিন্তু চাহিদা তো ১৯০টন না। আর সব রোগীর যে অক্সিজেন লাগবে সেটাও না,” মিঃ আমিন বলেন।
তিনি বলেনএকটা হাসপাতালে কয়টা সিলিন্ডার এবং কয়টা সেন্ট্রাল লাইন আছে সেটা হিসেব করে যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেয়া হয় সেটা ভুল হবে।
এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমের চুয়াডাঙ্গা , যশোর, ঝিনাইদহ জেলা করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে তবে সেখানে অক্সিজেন স্বল্পতার অভিযোগ পাওয়া যায় না।