নতুন করে করোনা আক্রান্ত ৫

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (৬ জুলাই) এক বছরের কন্যা শিশুসহ একই পরিবারের ৪ জন করোনা আক্রান্তসহ নতুন করে ৫ জন করোনা আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার নতুন করে ২৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার পর ৫ জনের করোনা পজেটিভ হওয়ার ফলাফল আসে। আক্রান্ত ৫ জনের মধ্যে ১ বছর বয়সের এক কন্যা শিশুসহ একই পরিবারের ৪ জন রয়েছে। আক্রান্ত পরিবারটি কুর্শা ইউনিয়নের থানা পাড়ায় বসবাসরত ১ বছরের শিশু তুর্পা, তার বাবা তুড়াগ আলী, মা সাথী আক্তার ও দাদী তানজিলা বেগম। অপর ১ জন আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র আরো জানায়, আজকের আক্রান্ত ৪ জনসহ কুর্শা ইউনিয়নে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৫ জনে এবং সয়ারে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬ জনে। অপরদিকে আলমপুর ইউনিয়নে ৮ জন, ইকরচালীতে ২২ জন ও হাড়িয়ারকুঠি ইউনিয়নে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরো জানা গেছে, তারাগঞ্জ উপজেলায় এপর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৩৫ জনের। এদের মধ্যে মোট আক্রান্ত বিষয়ে নিশ্চিত হওয়া গেছে ১২১ জনের। এপর্যন্ত সুস্থ্য হয়েছে ৮৮ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন। চিকিৎসাীন সকলেই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য দপ্তর। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এ উপজেলায় মৃত্যু হয়েছে ২ জনের।