নীলফামারী

নর্থ পোল্ট্রি ফার্মের তিন কর্মচারীকে মারপিট ও মটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় ৮ জনের নামে মামলা

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নর্থ পোল্ট্রি ফার্মের তিন কর্মচারীকে মারধরের ঘটনায় আতাউর রহমান আতাকে প্রধান আসামী করে ৮ জনের নামে বুধবার থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী নর্থ পোল্ট্রি ফার্মের প্রশাসনিক কর্মকর্তা কাওসার আজম জানায়- কোম্পানির কেনা জমির বালু কাটার ঘটনাকে কেন্দ্র করে ফার্মের তিন কর্মচারীকে গত ৩১ জুলাই রাত ৮টার দিকে বাহাগিলী বেইলী ব্রীজে উত্তর কোনে একটি দল তাদের মারপিট ও হত্যার চেষ্টা করে। এ সময় ডিসকভার ১৩৫ সিসির একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এ ঘটনায় আতাউর রহমান আতাকে প্রধান আসামী করে আটজনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ থানার মামলা নম্বর ০৪/১০৩। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল মামলার বিষয় স্বীকার করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button