
তারার আলো খবর : “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” প্রতিপাদ্যের আলোকে নানান আয়োজনের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্য ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এরপরই উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদের পুরস্কার বিতরণ, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াদুন্নবী রিয়াদ প্রমুখ।
এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি মাহমুদুল হক।