নায়ক আমির খান ও তার স্ত্রী কিরণ রাও এর ১৫ বছর পর আজ শনিবার বিবাহবিচ্ছেদ ঘটেছে

তারার আলো ডেস্কঃ অবশেষে র্দীঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউডের জনপ্রিয় নায়ক
আমির খান এবং কিরণ রাও। আজ শনিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেদের
বিচ্ছেদের কথা জানান এই দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তারা লিখেছেন, র্দীঘ ১৫ বছরের এই সুন্দর সফরে আমরা প্রচুর
আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সর্ম্পক
বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরুকরতে চলেছি। কিন্তুস্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।
তারা আরও জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা
করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপরকোনো ভাবেই পড়বে না। আমরা দুজনেই আজাদকে বড়করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ
করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের র্আশীবাদ, শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরুহিসেবে দেখার অনুরোধ করছি।
২০০২ সালে আমির তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তারপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়েও করেন আমির। লগান ছবির শুটিং ফ্লোরেই কিরণ রাওয়ের সঙ্গে আমিরের আলাপ। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক। আমির ও কিরণের একটি সন্তানও রয়েছে। ২০১১ সালে সারোগেসির মধ্যে দিয়ে বাবা হন আমির খান।
সূত্রঃ ইত্তেফাক