
একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী নুরে আলম সিদ্দিকী ওরফে সাগরকে পুলিশ ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে। (পরিচয় চার পুলিশের মাঝখানে সাদা চেক শার্ট পরিহীত জন সাগর)। ছবি-তারার আলো’র সংগৃহীত
তারার আলো খবরঃ
বিভিন্ন প্রতারণা মামলায় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরে আলম সিদ্দিকী ওরফে সাগরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠিয়েছে তারাগঞ্জ থানা পুলিশ।
তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ থানার অন্তর্গত আলমপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র নুরে আলম সিদ্দিকী ওরফে সাগর। বিভিন্ন জায়গায় নিজেকে বিভিন্ন দপ্তরের সচিব সহ বিভিন্ন পর্যায়ে বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল।
তার প্রতারণার স্বীকার একাধিক যুবকের পরিবার বিভিন্ন স্থানে সাগরকে আসামী করলে সিআর ৫০৫/১৪, ৬০৪/১৩, ৯২/১৪ নম্বর মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে আসামীর অনুপস্থিতিতেই শাস্তি প্রদান করেন।
আদালতের রায় জানার পর থেকেই গা ঢাকা দেয় প্রতারক সাগর। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানোর আদেশ আসে তারাগঞ্জ থানায়। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশ ও পরামর্শে তারাগঞ্জ থানার একদল পুলিশ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নিশ্চিত হয় সাগরের অবস্থান।
গত ১৭ মার্চ ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের টিম। তাকে গ্রেফতার করে তারাগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে আদালতের মাধ্যমে নুরে ইসলাম সিদ্দিকী ওরফে সাগরকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাগরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাকে তারাগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।