নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২৫)এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হাফিজুর রহমান চৌধুরী।
সভার শুরুতে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হাফিজুর রহমান চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পরিচয় পর্বে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কর্মকর্তারা একে অপরের সঙ্গে পরিচিত হন।
উক্ত সভায় নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজাহারুল ইসলাম, নীলফামারী পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমানের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. সামসুল হক, সহ-সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন, অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, যুগ্ম সম্পাদক মো. শাবাহাত আলী সাব্বু, যুগ্ম সম্পাদক মো. আসলাম হায়াত মিল্টন,
কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ওয়াদুদ রহমান, জ্যোতির্ময় রায় খোকন, মো. আব্দুল আজিজ শাহ্, মো. এনামুল হক, মো. রাশেদ আলী শাহ্, মো. রেজওয়ানুল আরিফ, ভূবন মোহন তরফদার, মো. আবুল খায়ের বিটু, মো. বকুল হোসেন, আব্দুল মান্নান, মো. আবুল হাসেমসহ নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।