
তারার আলো খবর :
“পদ্মা সেতুর উদ্বোধন, একটি স্বপ্নের উম্মোচন” স্লোগানকে সামনে রেখে পদ্মা সেতু উদ্বোধন করা হয়। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসন নানান কর্মসূচি গ্রহণ করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে টেলিভিশনের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখানো হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার চৌপথী বাসস্ট্যান্ড হয়ে পুরাতন চৌপথী হয়ে তারাগঞ্জ বাজারের ভিতর দিয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন,
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম ফরহাদ নোমান, কৃষি অফিসার উর্মি তাবাস্সুম, মৎস্য অফিসার কামরুন নাহার, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার সরকার,
কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার, সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটসহ উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।