পাগলাপীরের সড়কের খাদে রিক্সা ভ্যান উল্টে আহত ৫
পাগলাপীর(রংপুর)প্রতিনিধি:-
রংপুরের পাগলাপীরে সড়কের খাদে রিক্সা ভ্যান উল্টে চালক সহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে পাগলাপীর লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের পাগলাপীরে পীড়পাড়া নামক স্থানে এ দুঘর্টনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান দুঘর্টনার স্বীকার রিক্সা ভ্যানটি ৪ জন যাত্রী নিয়ে পাগলাপীর বন্দর যাওয়ার পথে উক্ত স্থানে পানবাজার গামী একটি যাত্রীবাহী অটোকে সাইড দিতে গিয়ে সড়কে কার্পেটিং উঠে সৃষ্টি হওয়া গর্ত নামক মরন ফাদে গাড়িটি উল্টে যায়। এ ঘটনায় চালক সহ যাত্রীরা সড়কে ছিটকে পড়ে হাত পা কারও কারও বুকে ও মাথায় প্রচন্ড আঘাত গুরুতর আহত হয়েছেন।
এদিকে সড়কে চলাচলরত বিভিন্ন মহল সাংবাদিককে ক্ষোভ প্রকাশ করে বলেন পাগলাপীর লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কটির জিরো পয়েন্ট পাগলাপীর বন্দর হতে শিবের বাজার হতে সোয়া কিলোমিটার কার্পেটিং উঠে অসংখ্যক গর্ত নামক মরন ফাদ সৃষ্টি হয়েছে।
সড়কটির এই বেহাল ভগ্নদশার কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূঘর্টনা সহ নানা অপ্রতিকর ঘটনা। স্থানীয় আশংকা করছেন সড়কটির বেহাল ভগ্নদশার কারনে যে কোন মুহুর্তে বড় ধরনের দুঘর্টনায় প্রাণহানি ঘটতে পারে।