
পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগীয় কার্যালয় রংপুর বিভাগের উপ-পরিচালক মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান।
তিনি ২২ ডিসেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১টায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী হরিদেবপুর ইউনিয়ন পরিষদ, দুটি প্রকল্প ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-পরিচালক আলিয়া ফেরদৌস জাহান হরিদেবপুর ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান ইকবাল হোসেনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়াসী প্রশংসা করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চেয়ারম্যানকে নানা পরামর্শ প্রদান করেন তিনি। এ সময় অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন,
উপজেলার পিআইও মোঃ আব্দুল মতিন ও ইউপি সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক সহ সংশ্লিষ্ট ইউপি’র সদস্য/সদস্যবৃন্দ, ডিজিটাল উদ্যোক্তা, গ্রাম পুলিশ সদস্য সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক মোছাঃ আলিয়া ফেরদৌস জাহানকে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ইকবাল হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।