পাগলাপীরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ চাই
পাগলাপীর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার পাগলাপীরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ স্থাপনে গ্রাহক সহ বিভিন্ন মহল জোড়ালো দাবী জানিয়েছেন।
জানা গেছে পাগলাপীর বিভাগীয় শহর রংপুরের পশ্চিমে রংপুর দিনাজপুর ঢাকা মহাসড়কে অবস্থিত। পাগলাপীর একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এবং সদর উপজেলার প্রাণকেন্দ্র ও শিক্ষার নগরী। এখানে জনতা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, অগ্রনী ব্যাংক, ব্র্যাক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের শাখা রয়েছে।
এছাড়াও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর ও ব্র্যাক, উদ্দীপন, ঠেঙ্গামারা সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের শাখা রয়েছে পাগলাপীরে। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রায় আড়াই হাজার গ্রাহক রয়েছে। কিন্তু এটিএম বুথ না থাকায় তাদের ছুটির দিনগুলোতে টাকা উত্তোলনে গ্রাহক সহ ব্যবসায়ী মহলের খুবই অসুবিধা হচ্ছে।
অতএব পাগলাপীর একটি ব্যবসায়িক এবং বানিজ্যিক এলাকা হওয়ায় ব্যবসায়িদের ছুটির দিনে টাকা উত্তোলন করতে মারাত্মক ক্ষতি হয়।
তাই অবিলম্বে পাগলাপীরে একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথ স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গ্রাহক সহ বিভিন্ন ব্যবসায়ী মহল দাবী জানিয়েছেন।