পাগলাপীরে একটু বৃষ্টিপাতে সড়কের জলাবদ্ধতা
পাগলাপীর(রংপুর)প্রতিনিধি:- রংপুরের পাগলাপীরে শিবের বাজার পান বাজার সড়কের এক কিলোমিটার জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে।
এর ফলে সড়কে চলাচলরত বাস কোর্চ ট্রাক কার মাইক্রো অটো সিএনজি রিক্সা ভ্যান সহ নানা হালকা পাতলা যানবাহনের মালিক চালক ও শিক্ষার্থী পথচারীরা প্রতিনিয়ত স্বীকার হচ্ছেন দূঘর্টনা সহ নানা অপ্রতিকর ঘটনার। রবিবার সকালে ঘন্টাব্যাপী মুসুলধারে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির পানিতে শিবের বাজার পান বাজার সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের যাদু মিয়ার পানের দোকানের সামন হতে শিবের বাজার পর্যন্ত এক কিলোমিটার জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ে।
সরেজমিনে পাগলাপীরের বিভিন্ন মহল সাংবাদিককে বলেন পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতে পাগলাপীর শিবের বাজার পান বাজার সড়কের এক কিলোমিটার কাদাপানি ও জলাবদ্ধতা একাকারে ডোবায় পরিণত হয়ে পড়ছে।
এ ব্যাপারে পাগলাপীরের সচেতন মহল শিবের বাজার পান বাজার সড়কের জলাবদ্ধতা নিষ্কাশনে ড্রেন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।