পাগলাপীরে কণকণে ঠান্ডায় মানুষজন
সহ প্রাণীকূল কাহিল হয়ে পড়ছে
রওশন আরা বেগম রুবীঃ
আসন্ন শীত মৌসুমে রংপুরের পাগলাপীরের বিভিন্ন স্থানে কণকণে ঠান্ডা ও হিমেল হাওয়া বাতাসে মানুষজন সহ প্রাণীকূল কাহিল হয়ে পড়ছে।
জানা গেছে প্রত্যহ সন্ধ্যা নামতে না নামতেই পাগলাপীর সহ অঞ্চল জুড়ে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। রাত ৮টা বাজতে না বাজতেই মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছে না। এর ফলে পাগলাপীর বন্দর, খলেয়া, মমিনপুর, হরিদেবপুর, বেতগাড়ী, বড়বিল সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারগুলো রাত ১০টা মধ্যে জনশুণ্য হয়ে পড়ছে।
তবে মাঝে মধ্যে শৈত প্রবাহ এতটাই প্রকট আকার ধারন করে যে সূর্যের মুখ দেখা দুঃসাধ্য হয়ে পড়ছে। আবার কিছু সময় সূর্যের দেখা মিললেও আলোর ঝলকানি কিংবা গরমের প্রভাব পড়ছে না। এছাড়া পাগলাপীর অঞ্চলের মানুষজন সংসারের নানান প্রয়োজনে রাস্তাঘাট হাটবাজার গরম কাপড় পরিধান করে চলাফেরা করছে।
এদিকে পাগলাপীর অঞ্চলে ঠান্ডার প্রকট আকার ধারন করায় মানুষজনের মাঝে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েই চলছে। বিশেষ করে এই সব রোগে কম বয়সী শিশু ও বয়বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন।