রংপুর
পাগলাপীরে ঘন বৃষ্টিপাতে ইরি ধান নিয়ে বিপাকে কৃষকরা
পাগলাপীর প্রতিনিধি:
রংপুরের পাগলাপীরের বিভিন্ন স্থানে ঘন ঘন বৃষ্টিপাতে ও পশ্চিয়া দমকা হাওয়া বাতাসে মানুষজনের ঘরবাড়ি গাছ গাছরা এবং সেচ নির্ভর ইরি বুরো ধান সহ মৌসুমী রবি শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
জানা গেছে গত ১৪ই এপ্রিল থেকে রাত্রি বেলায় ঘন ঘন বৃষ্টিপাত ও পশ্চিয়া দমকা হাওয়া বাতাস বইতেছে। বিশেষ করে ১৪ ও ১৫ই এপ্রিল রাত্রিবেলায় পশ্চিয়া দমকা হাওয়া বাতাসে পাগলাপীর সহ অঞ্চলের মানুষজনের ঘরবাড়ি টিনের চালা, বেড়া, বিভিন্ন জাতের গাছ গাছলা লন্ডভন্ড হয়ে গেছে এবং সাবার হয়ে গেছে আম, জাম, কাঁঠাল, লিচু সহ মৌসুমী নানান ফলমূল।
তবে নিচু এলাকার জমিতে চাষাবাদকৃত সেচ নির্ভর ইরি বুরো ধান ফসল পানিতে তলিয়ে যাওয়ায় খেতের ফসল নিয়ে দুঃশ্চিতায় পড়ছেন কৃষকরা।