পাগলাপীর প্রতিনিধি:-
রংপুরের পাগলাপীরে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সহ বিভিন্ন মহাসড়কে দূঘর্টনা প্রতিরোধে থ্রী হুইলার, ইজি বাইক, অটো রিক্সা, অটো ট্যাম্পু, মালিক চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক ট্রাফিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজ মিলনায়তনে ট্রাফিক বিভাগ জেলা পুলিশ রংপর এর আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত ট্রাফিক সচেতনতা মূলক সভাটি। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশের উর্ধ্বতম কর্মকর্তা, কোতয়ালী সদর থানার ওসি, তারাগঞ্জ থানার ওসি, হাইওয়ে তারাগঞ্জ থানার ওসি, সদর থানার ট্রাফিক পুলিশের ওসি এবং হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ট্রাফিক সচেতনতা মূলক সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন সদর ও তারাগঞ্জ দুই থানার মহাসড়কে চলাচলরত থ্রী হুইলার, ইজি বাইক, অটো রিক্সা, অটো ট্যাম্পু ও মালিক চালক সহ সুধীবৃন্দ।