রংপুর

পাগলাপীরে প্রচন্ড রৌদ্রে হাফিয়ে উঠছে মানুষজন

পাগলাপীর(রংপুরন)প্রতিনিধি: রংপুরের পাগলাপীরে প্রচন্ড খরা রৌদ্র, ভ্যাপসা গরম ও ভয়াবহ তাপদাহে হাফিয়ে উঠছে মানুষজন । জানা গেছে গত শুক্রবার হতে টানা তিন ধরে অঞ্চলে প্রচন্ড খরা রৌদ্রে ও সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে, ডালিয়া বুড়িমারী সহ পাগলাপীর বন্দরের জনগুরুত্বপূর্ণ ৫টি সড়ক সহ হাটবাজারে অস্বাভাবিক হয়ে পড়ছে মানুষজনের চলাচল।

বিশেষ করে রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র পাগলাপীর বন্দরের বিভিন্ন শপিং কমপ্লেক্স, নানা ব্যবসা বানিজ্য সহ জনতা ব্যাংক লিমিটেড, রংপুর পবিস-২, কোতয়ালী সদর থানা, পাগলাপীর স্কুল ও কলেজ, অরবিট স্কুল ও কলেজ, আদ্দ্বীন একাডেমী সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ কর্মে নেমে এসেছে চরম অস্থিরতা।

পাগলাপীর বন্দরের ফলমুলের বাজারে নানান জাতের মৌসুমী ফলমুল ও কনফেকশনারীর দোকানে তরল জাতীয় খাদ্যদ্রব্য খেয়ে গরমে নিস্তার পাচ্ছেন না মানুষজন। যেন ভ্যাপসা গরম ভয়াবহ তাপদাহ ও সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হাপিয়ে তুলেছে পাগলাপীর অঞ্চলের মানুষজনকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button