রংপুর

পাগলাপীরে প্রতিমা তৈরীর কাজ জোড়ে সোড়ে চলছে

পাগলাপীর (রংপুর) প্রতিনিধি:- আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসবকে ঘিরে রংপুরের পাগলাপীরের বিভিন্ন স্থানে মন্দির মন্ডবে প্রতিমা তৈরীর কাজ জোড়ে সোড়ে চলছে। ইতিমধ্যে মা দূর্গা দেবী সহ সকল দেবদেবী দেবতাদের গায়ে মাটি লাগানোর কাজ শেষে চলছে রং লাগানোর প্রস্তুতি।

সরেজমিনে গত বুধবার পাগলাপীরের গোকুলপুর আলোয়াকুড়ি সার্বজনীন দূর্গা মন্দির সহ অঞ্চলের বিভিন্ন মন্দির মন্ডব ঘুরে দেখা গেছে এর বাস্তব চিত্র। মন্দির মন্ডব গুলোতে মালি(কারিগর) মা দূর্গা দেবী সহ সকল দেবতার (প্রতিমা) গায়ে রং র্বানিসের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিমার গায়ে রং বার্নিসের কাজ নূন্যতম সপ্তাহ খানেক সময় লাগবে বলে আশা করা যাচ্ছে।

সৌজন্য মুলক সাক্ষাতে পাগলাপীর গোকুলপুর আলোয়াকুড়ি সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ স্বারথী রায়, ধনতোলা ঠাঁকুরপাড়ার গুরুদাস গোস্বামী, বিড়াবাড়ীর কাজল চন্দ্র রায়, দীঘোলটারীর পূজা মন্ডব কমিটির সদস্য সোনারাম সরকার ও পাগলাপীর বন্দরের সৈয়দপুর রোডস্থ বৈশাখী হোটেল ও রেস্তরার প্রোপাইটার বিপুল চন্দ্র মহন্ত সহ অঞ্চলের বিভিন্ন মন্দির মন্ডব পূজা উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দরা বলেন আগামী ১১ই অক্টোবর রোজ সোমবার সকাল হতে মহা ষষ্ঠী পূজা পালনের মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজা উৎসব।

এ উৎসব টানা ৫ দিন ব্যাপী চলবে। আগামী ১৫ই অক্টোবর রোজ শুক্রবার মহা বিজয় দশমী প্রতিমা বির্সাজনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গা পূজা উৎসব। শারদীয় দূর্গা পূজা উৎসব বাঙ্গালী সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে প্রসাদ বিতরণের পাশা পাশি সমাজের ছিন্ন মূল পরিবারের মাঝে প্রভাবশালী হিন্দু সম্প্রদায়রা পোশাক আশাক সহ নগদ অর্থ দান করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button