পাগলাপীরে বিজয় দিবসকে উপলক্ষে পতাকা বিক্রির হিরিক
পাগলাপীর প্রতিনিধি:-
মহান বিজয় দিবসকে ঘিরে জমে উঠেছে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে জাতীয় পতাকা বেচা বিক্রির হিরিক। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতে বিনিময়ে অর্জিত এই লাল সবুজের পতাকা।
প্রতি বছর ইংরেজীর ডিসেম্বর মাস এলেই পাগলাপীর বন্দরে জমে উঠে এই লাল সবুজের হরেক রকম সাইজের পতাকার বেচা বিক্রির। পাগলাপীর বন্দরের বিভিন্ন শপিং কমপ্লেক্সের প্রসাধনির দোকানের পাশাপাশি বিভিন্ন আবাসিক পাড়া মহল্লার অলি গলিতে ফেরি করে বিক্রি করা হচ্ছেন এই সব পতাকা।
মূল্য হাতের নাগালের মধ্যে পড়ায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের স্বাধীনতার পক্ষের উচ্ছুক মানুষজন কিনছেন এই সব পতাকা। খোঁজ নিয়ে জানা যায় বড় সাইজের পতাকা ১৩০-১৫০ টাকা, মাঝারি ৮০-১০০ টাকা, ছোট ৪০-৫০ টাকা এবং হাত পতাকা ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
ফেরি করে পতাকা বিক্রেতা নুর ইসলাম তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে প্রতি বছরে এই ডিসেম্বর মাস পতাকা বিক্রি করে বাড়তি আয় করে।
সেই বাড়তি আয় দিয়ে সংসারের অভাব অনটন দূর করে স্বচ্ছলতা ফেরানোর চেষ্টা করেন।