পাগলাপীরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজয় দিবসের কর্মসূচী গ্রহন
পাগলাপীর প্রতিনিধি:
আগামীকাল শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ইং মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে পাগলাপীরে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, রংপুর পবিস-২, হরিদেবপুর ইউনিয়ন পরিষদ, শিক্ষার নগরী পাগলাপীরের বিভিন্ন প্রতিষ্ঠান দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করেছেন।
উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় পাগলাপীর শহীদ মিনারে ১৯৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে বিজয় দিবস উপলক্ষ্যে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পাগলাপীর রংপুর সদর দপ্তর নানা কর্মসূচী গ্রহন করেছেন।
উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কর্মকর্তা, কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহনে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, বলিবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধে আর্ত্মদানকারীদের স্মরণে বিশেষ মুনাজাত, প্রার্থনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে পরিষদ ভবন ও ক্যাম্পাস আলোক সজ্জায় সজ্জিত করা সহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।