রংপুর

পাগলাপীরে ব্যাপক উৎসাহে বিশ্বকর্মা পূজা পালন

পাগলাপীর(রংপুর) প্রতিনিধি:- রংপুরের পাগলাপীরের বিভিন্ন স্থানে ব্যাপক উৎসাহে বাঙ্গালি সনাতন হিন্দু ধর্মালম্বীদের প্রাণের উৎসব বিশ্বকর্মা পূজা পালন হলো।

এ উপলক্ষ্যে ১৭ই সেপ্টেম্বর রোজ শুক্রবার অদ্য দীনব্যাপি পাগলাপীরের আলোয়াকুঁড়ি, শিবের বাজার, রতিরামপুর সহ পাগলাপীর অঞ্চলের বিভিন্ন স্থানের মন্দির, মন্ডবে আয়োজন করা পূর্জা, আর্চনা, আরতি, ভক্তি ও প্রসাদ বিতরনের। জানা গেছে বাঙ্গালি সনাতন হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূর্জা এটি আরেকটি ধর্মীয় উৎসব। তবে হিন্দু ধর্মালম্বীদের ব্যবসায়ী শ্রেণিরা এ পূজা ব্যাপকভাবে পালন করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button