পাগলাপীরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
পাগলাপীর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে উদযাপন হলো রংপুরের পাগলাপীরে বিভিন্ন স্থানে রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস।
এদিকে দিবসটি উপলক্ষ্যে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়র পরিষদ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন। ইউপি সচিব আবু সিদ্দিকের সভাপতিত্বে সকল ইউপি সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দরা অংশগ্রহন করেন।
হরকলি ফাযিল মাদ্রাসাঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী। শারিরীক শিক্ষক এসএম ওয়ায়েস কুরুনী রুমন এর সভাপতিত্বে ও অফিস সহকারী সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় সহকারী হিসাব রক্ষক আহসান হাবিব জুয়েল সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও গভার্নিং বডির সদস্যবৃন্দরা অংশগ্রহন করেন।
খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খলেয়াগঞ্জিপুর স্কুল ও কলেজ দিন ব্যাপি নানা আয়োজনে পালন করেছেন। উল্লেখ যোগ্য কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি, ছড়া প্রতিযোগীতা, পুরুস্কার বিতরনী, দোয় মাহফিল ও আলোচনা সভার। অধ্যক্ষ সুধীর চন্দ্র গোষামীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সভাপতি নব গোপাল সরকার, শিক্ষক প্রতিনিধি গাউসুল আজম, সহকারী প্রধান শিক্ষক মতলুবার রহমান, শিক্ষক প্রভাষকদের মধ্যে অভয় চন্দ্র সরকার, দিলীপ কুমার, নেপালী রানী রায়, মারুফা বেগম, আব্দুল কাদের, বিনা রানী রায়, শিল্পি বেগম, সাব্বিরুল ইসলাম ইমন, দয়াল চন্দ্র মহন্ত, ভগিরত রায়, এরশাদ হোসাইন, অফিস সহকারী খাদেমুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষার্থী।
অরবিট স্কুল ও কলেজঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অরবিট স্কুল ও কলেজ দিন ব্যাপি নানা আয়োজনে পালন করেছেন। উল্লেখ যোগ্য কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল ও আলোচনা সভার। অধ্যক্ষ মোঃ সাব্বিরুল ইসলাম ইমন ও উপাধ্যক্ষ দীপুরাম সহ সকল শিকক্ষ শিক্ষার্থী ও পরিচালকবৃন্দ অংশগ্রহন করে।
ধনতোলা আওয়ামীলীগঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ৬নং ধনতোলা ওয়ার্ড শাখা দিনব্যাপী নানা আয়োজনে পালন করেছেন। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ছিল ধনতোলা বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা। আওয়ামীলীগের অত্র ওয়ার্ডের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ মোজাহারুল ইসলাম প্রামানিক তুফানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
পাগলাপীর শিশু সংগীত বিদ্যালয়ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সংগিতা অঙ্গন পাগলাপীর শিশু সংগীত বিদ্যালয় দিনব্যাপী নানা আয়োজনে পালন করেছেন দিবসটি। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ছিল দোয়া মাহফিল ও আলোচনা সভা। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বিশিষ্ট সুরকার সংগীত শিল্পী ও সাদা মনের মানুষ মোঃ রমজান আলী সরকার (বীর মুক্তিযোদ্ধা) এর সভাপতিত্বে শিক্ষার্থী আকাশ মিয়া, মাহি আক্তার, নয়ন তারা, কেয়া সরকার সহ অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা অংশগ্রহন করেন।
অগ্রণী ব্যাংক, পাগলাপীরঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড পাগলাপীর বাজার এজেন্ট ব্যাংকিং শাখা, পাগলাপীর, সদর, রংপুর দিনব্যাপী নানা আয়োজনে পালন করেছেন দিবসটি। উল্লেখযাগ্য কর্মসূচীর মধ্যে ছিল দোয়া মাহফিল ও আলোচনা সভা। অত্র প্রতিষ্ঠানের এজেন্ট মেসার্স চৌধুরী ট্রেডার্স এর প্রোপাইটর মোঃ রায়হান চৌধুরী সাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন এজেন্ট সুপারভাজার ফাহিম শাহরিয়ার জয়, এজেন্ট ট্রেলার আইরিন শেখ সহ গ্রাহক ও সুধীবৃন্দ।
চামেলী ইভেন্ট, পাগলাপীরঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাগলাপীর বন্দরের রংপুর রোডস্থ আজিজুল ইসলাম মার্কেটে চামেলী ইভেন্ট ম্যানেজমেন্ট দিনব্যাপী নানা আয়োজনে পালন করেছেন দিবসটি। উল্লেখযাগ্য কর্মসূচীর মধ্যে ছিল পুস্প অর্পন ও আলোচনা সভা। অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কেরামত আলীর নেতৃত্বে পরিচালক জাকির হোসেন স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহন করেন।
পাগলাপীর প্রেস ক্লাবঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রংপুরের পাগলাপীরের গণমাধ্যম কর্মীদের আত্মসামাজিক সংগঠন পাগলাপীর প্রেস ক্লাব দিনব্যাপী নানা আয়োজনে পালন করেছেন। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ছিল কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, পুষ্প অর্পন, ও দোয়া মাহফিল ও আলোচনা সভা। পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম এর নেতৃত্ব্ েউক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আসাদুজ্জামান টিটু, আব্দুর রহিম, জিয়ারুল ইসলাম জিয়াম, এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, মাহফুজুর রহমান ও রওশন আরা বেগম রুবী, অতিথি পাগলাপীর বন্দরের রংপুর রোডস্থ আজিজুল ইসলাম নিউ মার্কেটে চামেলী ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কেরামত আলী সহ স্থানীয় সুধীবৃন্দ।
ঠাকুরাদাহ স্কুল ও কলেজঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রংপুরের গংগাচড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঠাকুরাদাহ্ স্কুল ও কলেজ দিন ব্যাপি নানা আয়োজনে পালন করেছেন। উল্লেখ যোগ্য কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি, ছড়া প্রতিযোগীতা, পুরুস্কার বিতরনী, দোয়া মাহফিল ও আলোচনা সভার।
অধ্যক্ষ মোঃ মোকছেদুল হক (মজিদ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সকল শিক্ষক শিক্ষার্থী গভনিং বর্ডির সদস্যবৃন্দ সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।