পাগলাপীরে রমজানের শুরুতে শসার বেপরোয়া মূল্য
পাগলাপীর প্রতিনিধিঃ-
পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজানের শুরুতে প্রথম দিনে রবিবার রংপুরের পাগলাপীরে শসার বেপরোয়া মূল্যে ভূক্তভোগী ক্রেতা সাধারন সহ রোজাদাররা বিপাকে পড়েছেন।
জানা গেছে পাগলাপীরের কাচাবাজার নামাহাট সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে দু’দিন আগে ব্যবসায়ীরা শসার প্রতি কেজি ৩০/৪০ টাকা দরে বিক্রি করেছেন। কিন্তু গতকাল রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ায় ব্যবসায়ীরা সেই শসা প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করতেছেন। ভূক্তভোগী ক্রেতা সাধারনের অভিযান রমজান মাস হওয়ার সু-বাদে কেজিতে ১০/৫ টাকা মূল্য বাড়লে তাতে যায় আসে না।
কিন্তু ৬০ টাকা বাড়তি মূল্য বাড়িয়ে প্রতি কেজি শসা ১০০ টাকা দরে বিক্রি করতেছে ব্যবসায়ীরা। ভূক্তভোগীদের অভিযোগ বর্তমান হাট বাজারে শসার যে মূল্য তাতে ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে।
তাই পাগলাপীর অঞ্চলের ভূক্তভোগী ক্রেতা সাধারন সহ রোজাদাররা ভোগপণ্য খাদ্যদ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ক্রেতাদের হাতের নাগালের রাখতে হাট বাজারে মনিটরিং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সরকার ও প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।