রংপুর

পাগলাপীরে শিক্ষক নিবন্ধন, বৃত্তি ও বিলিং সহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত

পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীরে ৩টি কেন্দ্রে শিক্ষক নিবন্ধন, পঞ্চম শ্রেণির বৃত্তি ও বিলিং সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত পাগলাপীর স্কুল ও কলেজ কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক চাঁন জানান উক্ত পরীক্ষায় সাড়ে ৮০০ জন শিক্ষার্থী/প্রার্থী অংশগ্রহন করেন। এদিকে ওই দিন সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর।

অত্র প্রতিষ্ঠানের অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেন জানান উক্ত পরীক্ষায় ৩৩টি প্রতিষ্ঠান হতে ১৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে সর্বোচ্চ পাগলাপীর আদ্দ্বীন একাডেমীর ২৪ জন পরীক্ষার্থী। সৌজন্যমূলক সাক্ষাতে আদ্্দ্বীন একাডেমীর প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালক শহিদুল ইসলাম দৈনিক দাবানলের পাগলাপীর প্রতিনিধি রওশন আরা বেগম রুবীকে আশা প্রকাশ করে বলেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দিয়েছেন।

শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে (সরকারি) বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তিনি এই প্রত্যাশায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। অপরদিকে শিক্ষার নগরী পাগলাপীরের আরেক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসায় সকাল সাড়ে ১০টা সাড়ে ১১টায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কাজ নাই মজুরী নাই ও সম্পূর্ণ অস্থায়ীভাবে বিলিং সহকারী পদে (মহিলা) জনগন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর পবিস-২ এর পাগলাপীর রংপুর সদর দপ্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ জানান ৭টি পদের জন্য ২৭৭টি আবেদন জমা পড়লেও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করেন ১৯২ জন আবেদনকারী।

অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এক্সিকিউটিভ অফিসার (ম্যাজিস্ট্রেট) ফারহান লাবিব জিসান পরিদর্শন করেন।

উল্লেখ্য শিক্ষার নগরী পাগলাপীরে ৩টি পরীক্ষা কেন্দ্রে কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button