পাগলাপীরে সড়ক দুঘর্টনায় ট্রাক ড্রাইভার হেল্পার আহত
পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে ঔষধ সরবরাহকারী পণ্যবাহী ট্রাক উল্টে সড়কের খাদে পড়ে ড্রাইভার হেল্পার গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীরের হরকলি আব্দুল্লাপুর ও চওড়াপাড়ার মোড়ে এ দুঘর্টনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী পাগলাপীর ব্যাটারীচালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সম্পাদক শুভ রহমান ও সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সহ স্থানীয় বিভিন্ন মহল জানান ঢাকা মেট্রো-ড-১৪-২৯৪৪ নম্বরের ঔষধ সরবরাহকারী পণ্যবাহী ট্রাক রংপুর হতে তারাগঞ্জ সৈয়দপুর যাওয়ার পথে উক্ত স্থানে পঞ্চগড় হতে রংপুরগামী চা-বোর্ড প্রশাসনের একটি জীবকে সাইড দিতে গিয়ে কোচিং করে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পণ্যবাহী ট্রাক উল্টে সড়কের খাদে পড়ে যায়।
এ ঘটনায় গাড়ির ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হন। তবে জীব গাড়িটি সামনে ব্যাপক ক্ষতি হলেও স্থানীয় জনগন ও পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধারের পর তারা গন্তব্যস্থানে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুঘর্টনার স্বীকার পণ্যবাহী ট্রাকটিকে হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ উদ্ধার করছেন।