রংপুর
পাগলাপীরে সোয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতা
পাগলাপীর (রংপুর)প্রতিনিধি :- রংপুরের পাগলাপীরে সোয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে ভুক্ত ভোগী ক্রেতা সাধারন বিপাকে পরেছেন। জানা গেছে সাম্প্রতি পাগলাপীর বন্দর সহ সংলগ্ন হাট বাজার সোয়াবিন তেলের ব্যাপক আমদানী থাকলেও মূল্য হু হু করে বাড়ছে।
সোয়াবিন তেলের মূল্য বেড়ে যাওয়ায় বিশেষ করে এ অঞ্চলের খেটে খাওয়া ছিন্নমুল পরিবার সহ আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবের উৎসুক ধর্ম প্রাণ সনাতন হিন্দু সম্প্রদায়রা পড়েছেন বিপাকে। সরেজমিনে পাগলাপীর বন্দর সহ এ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীরা প্রতি কেজি খোলা সোয়াবিন তেল ১৪৫ টাকা, প্যাকেট ১৬০-১৭০টাকা দরে বিক্রি করছেন।