রংপুর
পাগলাপীরে ১১ই অক্টোবর হতে দুর্গা পূজা শুরু
পাগলাপীর(রংপুর) প্রতিনিধি:-আগামী ১১ই অক্টোবর ২০২১ইং রোজ সোমবার সন্ধ্যায় মহাষষ্ঠী পূজা পালনের মধ্য দিয়ে শুরু হচ্ছে রংপুরের পাগলাপীরে বিভিন্ন স্থানে বাঙ্গালি সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা উৎসব।
টানা ৫ দিন ব্যাপী চলবে এ দূর্গোৎসব। আগামী ১৫ই অক্টোবর রোজ শুক্রবার মহা বিজয় দশমী প্রতিমা বির্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজা উৎসব। এদিকে টানা ৫ দিন ব্যাপী স্বারদীয় দূর্গোৎসবকে ঘিরে পাগলাপীর কেন্দ্রীয় গোকুলপুর আলোয়াকুঁড়ি সার্বজনীন দুর্গা মন্দির সহ অঞ্চলের বিভিন্ন মন্দির মন্ডব গুলোতে চলছে গেট তোরন নির্মাণ সামিয়ানা টাঙ্গানো ও আলোক সজ্জায় সজ্জিতের কাজ।